সিলেট: পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রোববার (০৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকারী রিলিফ ট্রেন লাইনচ্যুত পাহাড়িকা এক্সপ্রেসের বগি উদ্ধার করে।
সিলেট রেলওয়ে পরিবহন পরিদর্শক (ট্রাফিক ইন্সপেক্টর) আতাউর রহমান বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ট্রেনটি উদ্ধারের পর সিলেট রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। এতে করে বিলম্বে হলেও ছেড়ে যাবে সুরমা মেইল এবং কুলাউড়া জংশনে আটকে থাকা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যে পৌঁছার পর উপবন হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
এর আগে রোববার (০৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সিলেটের শিববাড়ি এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় সিলেট-চট্টগ্রাম, সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এনইউ/এসএইচ
** পাহাড়িকা লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ