বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বজ্রপাতে আলম সাইয়ের (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
রোববার (০৪ অক্টোবর) বিকেলে উপজেলার আদর্শগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তৌহিদ কবির ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ইসমাইল বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বেলা সাড়ে তিনটার দিকে আদর্শ গ্রাম এলাকায় আনসার ভিডিপির সদস্য ফরিদুল আলমের স্ত্রী আলম সাইয়ের ছাগল নেওয়ার জন্য ঘরের বাইরে গেলে তার ওপর বজ্রপাত পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি উম্মে খাইয়েরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়া জেলা আওয়ামী লীগের নেতারাও শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসএইচ