কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৩০ হাজার পিচ ইয়াবা, একটি বিদেশী পিস্তল এবং ২ রাউন্ড কার্তুজসহ ৫ জনকে আটক করেছে পুলিশ ও বিজিবি।
এর মধ্যে রোববার (০৪ অক্টোবর) রাত ১০টার দিকে টেকনাফ সদরের ৪ নম্বর স্লুইচ গেট সংলগ্ন নাফ নদীর কিনারা থেকে ২০ হাজার পিচ ইয়াবাসহ ৩ যুবককে আটক করে বিজিবি।
আটকরা হলো, সাবরাং ইউনিয়নের জিনাপাড়া এলাকার আনু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২২), খলিলুর রহমানের ছেলে শাহ আলম (২২) ও মিয়ানমারের মংডু থাইংখালী এলাকার জোবায়ের হোসেনের ছেলে রিয়াজ হোসেন (২২) ।
৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আব্দুল হান্নান খান বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
এদিকে রাত সাড়ে ১০টা দিকে সাবরাং থেকে বিদেশী পিস্তল, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ১০ হাজার পিচ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, সাবরাং নয়াপড়া এলাকার বশির ড্রাইভার (৪৭) ও অনিল কান্তির ছেলে হরি প্রসাদ (৩৫)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আটকদের সোমবার আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসএইচ