ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

জাপানের নাগরিক হত্যা

অপরাধী বিচারের আওতায় আসবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
অপরাধী বিচারের আওতায় আসবে

ঢাকা: জাপানের নাগরিক হোসি কোনিও হত্যাকারীদের শিগগিরই বিচারের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বিনোইট পিয়েরে লারামে।

রোববার দূতাবাসের ফেসবুক পেজে এ মন্তব্য করেন তিনি।



এ ঘটনায় কানাডীয় হাইকমিশনের সব কর্মচারীদের পক্ষ থেকে নিহতের পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, হোসি কোনিও হত্যার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত এবং অপরাধীদের শিগগিরই বিচারের আওতায় আনা হবে বলে আশা করছি।

শনিবার রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানের নাগরিক হোসি কোনিও (৬৬)। এর আগে ২৮ সেপ্টেম্বর গুলশানে গুলিতে নিহত হন ইতালির নাগরিক চেসারে তাভেলা।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
জেপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।