ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মেগা সুনামিতে বিলুপ্তি ঘটতে পারে মানবজাতির!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
মেগা সুনামিতে বিলুপ্তি ঘটতে পারে মানবজাতির!

আসমানী কিতাবে রোজ কেয়ামতের বিভীষিকাময় বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে বিপুল ঝড়-জলোচ্ছ্বাসের কথা বলা হয়েছে।

বলা হয়েছে সবকিছু ডুবে তলিয়ে যাবার কথা, পাহাড়-পর্বতের তুলার মতো উড়ে যাবার কথা। এবার বিজ্ঞানীরাও বলছেন, এমন ভয়াবহ দিন ঠিকই আসতে পারে। ৭ত হাজার বছর আগে নাকি একবার এমনই প্রলয়ঙ্করী এক সুনামি হয়েছিল। ওই সুনামিতে প্রায় হাজার ফুট ঢেউ উঠেছিল। ইকুয়েডোরের ফোগো অগ্নিগিরির একটা একটা অংশ ধসে যাওয়ার কারণে হয়েছিল ওই মেগা সুনামি। তখন পৃথিবী প্রায় ধ্বংসের মুখে চলে গিয়েছিল।
 
কিন্তু একই রকম কারণে এমন ঘটনা নাকি আবারও ঘটতে পারে। বিশেষত যেসব সামুদ্রিক দ্বীপে একাধিক জীবন্ত বা সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে সেখান থেকে শুরু হতে পারে সুনামি নামের মহাপ্রলয়। সম্প্রতি একদল বিজ্ঞানী এমন আশঙ্কা প্রকাশ করেছেন। তাদের ভাষায়, ‘‘...a similar giant collapse could present a real threat today, especially around volcanic islands.’’
 
নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের লিড সায়েন্টিস্ট ড. রিকার্দো রামালহো বলেন, কোনো একটা বড় আগ্নেয়গিরির একাংশ খুব দ্রুত ধসে গিয়ে ব্যাপক বিপর্যয়ের সূচনা করতে পারে। আর তা থেকে সৃষ্টি হতে পারে সুনামি নামের একাধিক  মহাপ্রলয়। তার মতে, এ-ব্যাপারে এখনই আমাদের সচেতন হতে হবে। এমন সুনামি-প্রলয় সচরাচর ঘটে না। তবে এমনটা যে আবারও ঘটতে পারে সেটা আমাদের মাথায় রাখতে হবে। মোদ্দা কথা, সাবধানের মার নেই। এমন মহাবিপর্যয়ের জন্য আমাদের আগেভাগেই প্রস্তুত থাকতে হবে।

তিনি স্মরণ করিয়ে দিতে ভোলেন নি যে, ৭৩ হাজার বছর আগে ফোগো আগ্নেয়গিরির একাংশের ধসের কারণে এক ধাক্কাতেই ৪০ কিউবিক মাইল সমপরিমাণের পাথরের চাঁই উড়ে গিয়ে সমুদ্রে পড়েছিল। আর এর প্রভাবে যে সুনামি হয়েছিল তাতে ৮০০ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হয়েছিল। বিজ্ঞানীদলটির গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘journal Science Advances’ পত্রিকায়।

বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।