ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

নেত্রকোনা অটোরিকশা চাপায় বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
নেত্রকোনা অটোরিকশা চাপায় বৃদ্ধার মৃত্যু

নেত্রকোনা: নেত্রকোনা পৌর শহরের এলজিডি সড়কে অটোরিকশা চাপায় শহর বানু (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (০৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

শহর বানু পারলা এলাকার বাসিন্দা মৃত শেখ ফজুর স্ত্রী।

নিহত শহর বানুর মেয়ে রোকেয়া বলেন, রাতে তার মা এলজিডিতে রান্নার কাজ শেষে সড়কে বের হলে একটি দ্রুতগামী অটোরিকশা তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিসাধীন অবস্থায় তিনি মারা যান।

নেত্রকোনা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আউয়াল সরদার বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।