সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ওষুধ ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
রোববার (০৪ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে বাংলাদেশ ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির সিরাজগঞ্জ শাখার শহরে মাইকিং করে এ ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি প্রচার করে।
বাংলাদেশ ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির সিরাজগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান দুলু এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এর আগে বিকেলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে শহরের ডায়মন্ড মেডিকেল হল ও শুভ্র মেডিকেল হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা মুস্তারীন দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা আদায় ও আদালত পরিচালনায় অসহযোগীতার অভিযোগে ডায়মন্ড মেডিকেল হলের স্বত্ত্বাধিকারী মোতাহারুল ইসলামের ছেলে রাকিবুল ইসলামকে ২ দিনের কারাদণ্ড দেন।
তাৎক্ষণিকভাবে ওষুধ ব্যবসায়ীরা সাজাপ্রাপ্ত রাকিবুল ইসলামের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।
বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসএইচ