ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে নারীসহ তিন ভুয়া ডিবি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
রাজধানীতে নারীসহ তিন ভুয়া ডিবি আটক ছবি:কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে নারীসহ তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তাল উদ্ধার করা হয়েছে।



রোববার (অক্টোবার ৪)  রাত ১২টার দিকে উত্তরার শাহ মকদুম এভেনিউ এর ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাদের আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

আটক হওয়া তিন জন হলো, আবু বকর সুলতান, জাহিদুর রহমান ও রুমা আক্তার।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান জানান, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে ডিবি পরিচয়ে নানা প্রতারণা করছে। এমন  সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই চক্রের  সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। বাকীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৬২৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।