ঢাকা: এক হাজার ৫০১ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু সেতুর উভয়পাশে এপ্রোচ সড়ক ফোরলেনে উন্নীতকরণ করতে যাচ্ছে সরকার। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে সিরাজগঞ্জের হাটিকুমরুল, রংপুরের বুড়িমারী পর্যন্ত ২৯৫ কিলোমিটার সড়ক ফোরলেনে উন্নীতকরণ করা হবে।
অন্যদিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্তও হবে ফোরলেন সড়ক।
সেতু বিভাগ সূত্র জানায়, বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের অন্যতম ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্য সেতুটি পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে দুই অংশকে একত্রিত করেছে। সেতুর উভয়পাশে ৩৩ দশমিক ৪০ কিলোমিটার সড়ক সেতু বিভাগের আওতায় পড়েছে। এই অংশ সেতু বিভাগ নিজের উদ্যোগে ফোরলেনে রুপান্তর করবে।
সেতু বিভাগের অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সেতুর উভয়পাশে ফোরলেন সড়কের মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ মহাপরিকল্পনার মধ্যে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল পর্যন্ত দুইলেন বিশিষ্ট ৩৩ দশমিক ৪০ কিলোমিটার এপ্রোচ সড়ক সেতু বিভাগের আওতাধীন। এই অংশটুকুও আমরা ফোরলেনে রুপান্তার করবো। কারণ সেতুর উভয় পাশে সড়ক ও মহাসড়ক বিভাগ ফোরলেনের কাজ করবে এতে করে আমাদের অংশটুকু আমাদের ফোরলেনে রুপান্তর করতে হবে। ফলে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্র জানায়, আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক দুর্ঘটনা রোধেই এ মহাপরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। ‘ফোরলেনিং অব বঙ্গবন্ধু ব্রিজ বোথ সাইড এপ্রোচ রোড’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ।
মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে আসবে মাত্র ৭৬ কোটি ৪৬ লাখ টাকা এবং ১ হাজার ৪২৪ কোটি ৫৭ লাখ টাকা প্রকল্প সাহায্য থেকে আসবে। এই লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) অন্যান্য উন্নয়ন সহযোগীদের সহায়তা পাওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে। প্রস্তাবিত এই প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে জুলাই ২০১৬ থেকে জুন ২০২০ সাল পর্যন্ত।
সূত্র আরও জানায়, বাংলাদেশ সরকারের গেজেট অনুযায়ী সিরাজগঞ্জের নলকা থেকে হাটিকুমরুল পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার সড়ক ও জনপথ (সওজ)-এর। এই অংশটুকু সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় আসবে।
সওজ সূত্র জানায়, বঙ্গবন্ধু সেতুর উভয়পাশে নিরাপদ সড়ক ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য প্রসারে সার্ক, এশিয়ান হাইওয়ে ও সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) এর আওতায় আসতে প্রকল্পটি গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রকল্পটি ভারতের বাংলাবান্দা পর্যন্ত বিস্তার লাভ করবে।
সওজ-এর নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বাংলানিউজকে বলেন, সেতু বিভাগ, সড়ক বিভাগ ও সওজ সমন্বিতভাবে বাস্তবায়ন করবে। বঙ্গবন্ধু সেতুর উভয়পাশসহ দীর্ঘ ফোরলেন সড়ক যোগাযোগ ব্যবস্থায় এক আমূল পরিবর্তন আনবে।
বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এমআইএস/এসএইচ