ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-স্পেন বহুপাক্ষিক অংশিদারিত্ব সভা মঙ্গলবার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
বাংলাদেশ-স্পেন বহুপাক্ষিক অংশিদারিত্ব সভা মঙ্গলবার

ঢাকা: প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ-স্পেন বহুপাক্ষিক অংশিদারিত্ব সভা’। মঙ্গলবার (০৬ অক্টোবর) ঢাকার লা মেরিডিয়ান হোটেলে দেশীয় বাণিজ্য সম্প্রসারণের অসীম সম্ভাবনা নিয়ে দু’দিনব্যাপী এ আয়োজন শুরু হতে যাচ্ছে।



বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) এ তথ্য জানায়।

বহুপাক্ষিক এ সভায় বাংলাদেশের প্রখ্যাত ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্পেনের সেরা কোম্পানিগুলোর সঙ্গে আলোচনায় বসবে এবং পারস্পরিক ব্যবসায়িক সমঝোতার মধ্য দিয়ে বিনিয়োগের দরজা খুলে দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মূলত পরিবহনের পরিকাঠামো, পরিবেশ (পানি ও বর্জ্য ব্যবস্থাপনা), প্রচলিত এবং নবায়ণযোগ্য জ্বালানির মতো বিষয় আলোচনায় গুরুত্ব পাবে।

বিজিসিসিআই জানায়, স্প্যানিশ বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে যথেষ্ট আগ্রহী। বাংলাদেশের মতো একটি প্রাণবন্ত অর্থনীতির দেশে দ্রুত বিকাশমান নতুন বাজারকে বিনিয়োগের নির্ভরযোগ্য খাত হিসেবে দেখছে তারা। তারই অংশ হিসেবে আন্তর্জাতিক প্রকল্পে কাজ করার জন্য যোগ্য স্থানীয় অংশীদারদের খুঁজে বের করাটাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

দু’দেশের ব্যবসায়ীদের এই সংগঠন জানায়, আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য বাংলাদেশ সরকার এবং স্পেনের মধ্যে যে সুসম্পর্ক বিদ্যমান রয়েছে তাকে আরো সুদৃঢ় করা। বাংলাদেশ এবং স্পেনের বড় বড় কোম্পানির প্রতিনিধিদের একসঙ্গে পারস্পরিক আলোচনার মাধ্যমে নতুন নতুন বিনিয়োগ ও ব্যবসার সুযোগ খুঁজে নেওয়া একটি শক্ত ভিত্তি এই অংশীদারিত্ব সংলাপ। এর মধ্য দিয়ে দেশি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান উভয়ের সর্বোচ্চ প্রতিনিধিরা নিজেদের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের সম্ভাবনা, নিজ নিজ জ্ঞান এবং অভিজ্ঞতার বিনিময় করবেন।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
জেপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।