ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

শার্শায় আজিজ হত্যার ঘটনায় মামলা, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
শার্শায় আজিজ হত্যার ঘটনায় মামলা, আটক ২

বেনাপোল(যশোর): যশোরের শার্শা উপজেলার গোগা পূর্বপাড়া গ্রামে আজিজুর রহমান (২৭) হত্যার ঘটনায় ৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।  

সোমবার(৫ অক্টোবর) ভোরে আসামিদের মধ্যে দুÕজনকে  আটক করা হয়েছে।



রোববার(০৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শার্শার বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক(এসআই) বায়েজিদ হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

আসামিরা হলেন- আজিজুরের আপন বড় ভাই গোগা গ্রামের নবীছদ্দির ছেলে হাফিজুর ও শফিকুল এবং প্রতিবেশী মহিউদ্দিনের ছেলে বাবুল। এদের মধ্যে সোমবার ভোরে শফিকুল ও বাবুল আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বাংলানিউজকে জানান, অন্য আসামিকে আটকের জোর চেষ্টা চলছে।

** শার্শায় ভাইয়ের হাতে ভাই খুন

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।