বান্দরবান: বান্দরবানের রুমা থেকে রাঙামাটির বিলাইছড়ি যাওয়ার পথে নতুন পুকুরপাড় এলাকায় দুই পর্যটক নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ দুই পর্যটক হলেন- আব্দুল্লা জুবায়ের ও জাকির হোসেন মুন্না।
স্থানীয়দের বরাত দিয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, নিখোঁজ দুই পর্যটকসহ মোট ৫ জন ঢাকা থেকে গত ২৮ সেপ্টেম্বর বান্দরবানের রুমা বেড়াতে এসেছিলেন। তারা রুমার পার্শ্ববর্তী রাঙামাটির বিলাইছড়ি যাওয়ার পথে নিখোঁজ হন বলে ধারণা করছে পুলিশ। তাদের উদ্ধারে সেনাবাহিনীর একটি দল অভিযানে নেমেছে।
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
পিসি/