ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বান্দরবানে দুই পর্যটক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
বান্দরবানে দুই পর্যটক নিখোঁজ

বান্দরবান: বান্দরবানের রুমা থেকে রাঙামাটির বিলাইছড়ি যাওয়ার পথে নতুন পুকুরপাড় এলাকায় দুই পর্যটক নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ দুই পর্যটক হলেন- আব্দুল্লা জুবায়ের ও জাকির হোসেন মুন্না।

রোববার(৪ অক্টোবর) থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

স্থানীয়দের বরাত দিয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, নিখোঁজ দুই পর্যটকসহ মোট ৫ জন ঢাকা থেকে গত ২৮ সেপ্টেম্বর বান্দরবানের রুমা বেড়াতে এসেছিলেন। তারা রুমার পার্শ্ববর্তী রাঙামাটির বিলাইছড়ি যাওয়ার পথে নিখোঁজ হন বলে ধারণা করছে পুলিশ। তাদের উদ্ধারে সেনাবাহিনীর একটি দল অভিযানে নেমেছে।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।