ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কসবায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
কসবায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সুমা আক্তার(৩০) নামে এক গৃহবধূকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী রাসেল মিয়া(৩৫)।

রোববার দিনগত মধ্যরাতে উপজেলার কুটি ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর স্বামী রাসেল মিয়া পলাতক।

পুলিশ জানায়, রিকশা চালক রাসেল মিয়ার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রী সুমা আক্তারের কলহ চলছিল। এরই জের ধরে রোববার রাতে নেশাগ্রস্ত হয়ে রাসেল টাকার জন্য সুমাকে মারপিট করেন। একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে সুমাকে কুপিয়ে গুরুতর আহত করেন তিনি। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক স্বামী রাসেল মিয়াকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
পিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।