ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কমলনগরে ১২ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
কমলনগরে ১২ জেলে আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে ইলিশ শিকার করার সময় ১২ জেলেকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় ১৪ হাজার মিটার জাল ও ৫০টি মা ইলিশ জব্দ করা হয়।



সোমবার (৫ অক্টোবর) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত কমলনগরের মেঘনা নদীর মতিরহাট, বাতিরঘাট ও লুধূয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সাহাবুদ্দিন (৪০), জসিম (৩০), রিপন (১৮), মিজান (২৫), মাইন উদ্দিন(৩০), বারেক (৪০), গিয়াস উদ্দিন (৩০) ও দুলাল (৩৩)। তাদের প্রত্যেকের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলা মজুচৌধুরীর হাট এলাকায়।

কমলনগরের হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন খাঁন জানান, নদীতে মা ইলিশ শিকারের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ১০ হাজার মিটার জাল ও ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও ইলিশ দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে।

এদিকে, কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর লুধূয়া ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার মিটার জালসহ আরও ৪ জনকে আটক করা হয়। তবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে।

২৫ সেপ্টেম্বর থেকে ০৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। এ সময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় ১’শ কিলোমিটার এলাকায় মাছধরা যাবে না। পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।