লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।
এরা হলেন- কমলনগর উপজেলার চর বসু গ্রামের বাসিন্দা চান মেহার (৫০) ও রামগতি উপজেরা চর সীতা গ্রামের মোহাম্মদ উল্যাহর ছেলে ও মোটরসাইকেল চালক দেলোয়ার হোসেন (২৫)।
সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার চর কাদিরা ইউনিয়নের চরবসু এলাকার সাইফ উদ্দিন ভূঁইয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় চর কাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন রাজু বাংলানিউজকে জানান, দেলোয়ার মোটরসাইকেলে তিন বন্ধুকে নিয়ে চরসীতার নিজ গ্রামে যাচ্ছিলেন। পথে তিনি নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি পথচারী চান মেহারের শরীরের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় দেলোয়ারের মৃত্যু হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
পিসি/