ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে মোটরসাইকেল চাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
শ্রীমঙ্গলে মোটরসাইকেল চাপায় নারী নিহত

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নে মোটরসাইকেলের চাপায় সুকেরা খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার ( ৫ অক্টোবর ) ভোরে সিলেট এম এ জি ওসমানি  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুকেরা খাতুন ভূনবীর ইউনিয়নের আলিয়াকুল গ্রামের মৃত ওয়াছির উল্লাহর স্ত্রী।
 
পুলিশ জানায়, রোববার বিকেলে ভূনবীর ইউনিয়ন পরিষদের সামনে রাস্তা পারাপারের সময় সুকেরা খাতুনকে একটি মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল  হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতে তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে স্থানান্তর করা হয়।   সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে  মৃত্যু হয় তার।

শ্রীমঙ্গল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্ততি চলছে।  

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।