ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে ১৭ জেলে আটক, ৫ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
বরিশালে ১৭ জেলে আটক, ৫ জনের কারাদণ্ড

বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনকালে বরিশালের কীর্তনখোলাসহ বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ১৭ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনকে করাদণ্ড দেওয়া হয়।



সোমবার (০৫ অক্টোবর) দুপুরে জেলা মৎস্য অধিদফতরের কর্মকর্তা (ইলিশ বিভাগ) বিমল চন্দ্র দাস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরীর আদালত আটক জেলেদের মধ্যে পাঁচ জনকে এক বছর করে কারাদণ্ড ও তিন জনকে অর্থদণ্ড করা হয়েছে। বাকি নয় জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে রোববার (০৪ অক্টোবর) সন্ধ্যা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪০ কেজি ইলিশ ও ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।

অভিযানে বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা ড.ওয়াহিদুজ্জামান, মৎস্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নৌ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
টিআই

** উজিরপুরে ৫ জেলের কারাদণ্ড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।