ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে অবস্থানরত বিদেশিদের নিরাপত্তা জোরদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
বরিশালে অবস্থানরত বিদেশিদের নিরাপত্তা জোরদার

বরিশাল: সারা দেশের মত বরিশাল নগরে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নগর পুলিশ।

এ লক্ষ্যে ইতোমধ্যে নগর পুলিশ নিজেদের মধ্যে একটি সমন্বয় সভাও করেছে।



বরিশালে অবস্থানরত এ সব নাগরিকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। বিদেশি নাগরিকদের চলাচল, বসবাস ও কর্মস্থলকে কেন্দ্র করে র‌্যাব-পুলিশের টহল বাড়ানো হয়েছে।

পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশ, গোয়েন্দা পুলিশ, পোশাকধারী পুলিশ সদস্য ছাড়াও বেশ কয়েকটি পন্থায় বিদেশি নাগরিকদের নিরাপত্তায় নজরদারী বাড়ানো হয়েছে।

তবে বিষয়টি স্পর্শকাতর ও নিরাপত্তাজনিত হওয়ায় এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক সপ্তাহের ব্যবধানে রাজধানী ঢাকায় ইতালীর এক নাগরিক ও রংপুরে জাপানি নাগরিককে হত্যা করা হয়। এরপর থেকেই দেশব্যাপী বিদেশি নাগরিকদের নিরাপত্তা দিতে তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী। এর ধারাবাহিকতায় পুলিশের উচ্চ পর্যায় থেকে বরিশালেও নির্দেশ আসে বিদেশি নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়ে। আর এমন নির্দেশেই নড়েচড়ে বসেছে নগর পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপির) মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শিক্ষা গ্রহণসহ নানা কারণে বরিশাল নগরীতে ৬০ জন বিদেশি নাগরিক বসবাস করেন। এদের একটি তালিকা ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে সব সময়।

আবার যেসব স্থানে তারা থাকছেন বা কাজ করছেন সে সব প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ রাখা হচ্ছে। সোমবার এ সব প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে পুলিশের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, পুরো নগরে ইতোমধ্যে বাড়তি ও বিশেষ নজরদারীর কার্যক্রম শুরু করা হয়েছে। যেসব স্থানে বিদেশি নাগরিকদের চলাফেরা বা অবস্থান বেশি সেসব স্থানের দিকে নজরদারী বেশি রাখা হচ্ছে।

সেই সঙ্গে নগরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। যে কোনো স্থানে যে কোনো সময় এ কার্যক্রম পরিচালিত হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, বরিশাল নগরে কোনো ধরনের অপ্রিতীকর ঘটনা ঘটতে দেওয়া হবেনা। এ ক্ষেত্রে যেসব বিদেশি নাগরিক বরিশাল মহানগরে আসবেন তাদের ক্ষেত্রে আগাম বার্তা সরবরাহ করা হবে। এবং তাদের নিরাপত্তায় সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বরিশাল মেট্রোপলিটন পুলিশ তাদের ধারাবাহিক কর্মকাণ্ড দৃঢ়তার সঙ্গে পরিচালিত করে আসছে এবং করবে বলে জানান তিনি।

এদিকে পুলিশের পক্ষ থেকে বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

অপরদিকে বরিশালে বিভিন্ন এনজিও প্রধানরা জানান, তাদের বিভিন্ন দাতা সংস্থার বিদেশি নাগরিকরা প্রায় সময়ই বরিশালে অবস্থান করেন। তবে বর্তমানে এ ধরনের বিদেশি নাগকিরদের বরিশালে অবস্থানের তেমন কোনো খবর পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।