পিরোজপুর: বেতন বৈষম্যের অভিযোগে এনে সরকারি নতুন স্কেলে বেতনের দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)।
সোমবার (০৫ অক্টোবর) সকালে জেলা সদর হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ফারিয়া’র সদস্যরা পাঁচদফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে-সরকার প্রবর্তিত নতুন বেতন স্কেলে রিপ্রেজেন্টেটিভদের সমপরিমাণ বেতন নির্ধারণ, বর্তমান বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে যাতায়াত ভাতা দেওয়া, চাকরির নিরাপত্তা দান, ফারিয়া’কে সরকারের অনুমোদন ও সাপ্তাহিক ছুটিসহ সব ধরনের সরকারি ছুটির সুবিধা প্রদান।
মানববন্ধনে বক্তব্য রাখেন-ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) জেলা শাখার সভাপতি শিশির কর্মকার, সাধারণ সম্পাদক ইমাম হোসেন মাসুদ, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম, ফারিয়া’র সদস্য আমিনুল ইসলাম, বিকাশ রায়, সোহাগ মন্ডল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
টিআই