ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

উজিরপুরে ৫ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
উজিরপুরে ৫ জেলের কারাদণ্ড

বরিশাল: বরিশালের উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে আটক পাঁচ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝুমুর বালা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।



উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম বাংলানিউজকে জানান, উজিরপুরে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় অবৈধ জাল।

এদের মধ্যে সালাউদ্দিন হাওলাদার ও ইউসুফ হাওলাদারকে এক বছর করে এবং রশিদ ব্যাপারী, স্বপন দেওরী ও শাকিলকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরএ

** বরিশালে ১৭ জেলে আটক, ৫ জনের কারাদণ্ড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।