বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় নিজের শোয়ার ঘর থেকে সাহেব আলী (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার মালঞ্চা ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।
এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী ফায়মা বেগমকে (২৫) আটক করেছে।
সোমবার (০৫ অক্টোবর) বেলা ১২টার দিকে কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) তোজাম্মেল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
রোববার (০৪ অক্টোবর) দিনগত রাতের কোনো এক সময় সাহেব আলীর মৃত্যু হয়। খবর পেয়ে শোয়ার ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি বলেও জানান তোজাম্মেল হক।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এমবিএইচ/