ঢাকা: বিজয়া দশমীর ছুটি ২২ অক্টোবর ঘোষণা করেছে সরকার। বিদ্যমান সরকারি ছুটির তালিকায় এটি ২৩ অক্টোবর হিসেবে দেওয়া রয়েছে।
সোমবার (০৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
তিনি বলেন, সরকারি ছুটির তালিকায় ২৩ অক্টোবর বিজয়া দশমীর ছুটি দেওয়া রয়েছে, কিন্তু এটি ২২ অক্টোবর হবে।
সচিব বলেন, কেবিনেটের বিষয় না হলেও ছুটি সংক্রান্ত এ বিষয়টি জরুরি বলে আলোচনায় তোলা হয়।
এছাড়াও মন্ত্রিসভার ৭৯তম এ বৈঠকে ‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০১৫’ ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০১৫’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসকে/এমআইএইচ/এসকেএস/এসএস
** রাজশাহী ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আইন অনুমোদন
** ‘আইসিটি অ্যাওয়ার্ড’ পেয়ে মন্ত্রিসভায়ও অভিনন্দিত প্রধানমন্ত্রী
** অধ্যাদেশ আকারে জারি হচ্ছে মানি লন্ডারিং আইন