ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

‍অধ্যাদেশ আকারে জারি হচ্ছে মানি লন্ডারিং আইন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
‍অধ্যাদেশ আকারে জারি হচ্ছে মানি লন্ডারিং আইন ছবি: সংগৃহীত

ঢাকা: ‘মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) আইন, ২০১৫’ অধ্যাদেশ আকারে জারির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (০৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনটি ‘মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) অধ্যাদেশ, ২০১৫’ নামে জারির অনুমোদন দেওয়া হয়।



বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, মানি লন্ডারিং প্রতিরোধ আমাদের জন্য খুবই জরুরি। এটি আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে মনিটরিং ও মূল্যায়ন করা হয়। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের প্রতিটি দেশেই এটি বড় সমস্যা।
 
তিনি বলেন, আগামী ১১-১২ অক্টোবর ‘এশিয়ান প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং’র একটি মিশন বাংলাদেশ সফর করবে। এর আগে আইনে রূপ দিতে পারলে আমাদের প্রগ্রেস ভিজিবল হয়। এ সময় আমরা আমাদের কার্যক্রম ও পদেক্ষপগুলো তাদেরকে দেখাতে পারবো।   তারা যৌথ মূল্যায়ন করবে।
 
‘এ ব্যাপারে বাংলাদেশ যথেষ্ট সিরিয়াস ও কার্যকর পদক্ষেপ নিয়েছে তা দেখাতে পারবো। মূল্যায়ন হবে, বাংলাদেশ বেশ ভালো অবস্থানে আছে। ’

এর আগে গত ১৭ আগস্ট আইনটির ভেটিং সাপেক্ষে চূড়ান্ত আনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।
 
মন্ত্রিপরিষদ সচিব জানান, আইনটির প্রসেস শেষ করার আগেই সংসদ অধিবেশন শেষ হয়ে যায়। এ মুহূর্তে পাসের সুযোগ থাকছে না। কিন্তু আইনটি খুবই জরুরি।
 
‘এটা এখন অধ্যাদেশ আকারে জারি হবে, সংসদ অধিবেশন বসলে তখন আবার আইন আকারে আসবে। ’

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫/আপডেট: ১৫১৮ ঘণ্টা
এসকে/এমআইএইচ/এসকেএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।