ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

৪০ মিনিটের বৃষ্টিতে ঢামেকে জলাবদ্ধতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
৪০ মিনিটের বৃষ্টিতে ঢামেকে জলাবদ্ধতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাত্র ৪০ মিনিটের ঝড়ো হাওয়া ও একটানা ভারী বর্ষণে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চারপাশেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বৃষ্টির পানির প্রবাহে জরুরি বিভাগের মেডিকেল অফিসারের কক্ষের সামনে একটি দেওয়াল ফেটে যায়।

ফলে কক্ষের ভেতরে প্রায় দুই ইঞ্চি পরিমাণ পানি জমেছে।

দফায় দফায় কর্মচারীরা বিভিন্নভাবে পানি বের করে দেওয়ার চেষ্টা করলেও কমছে না জরুরি বিভাগের সামনের জলাবদ্ধতা।

কয়েকদিনের মাত্রাতিরিক্ত গরমের পর সোমবার (০৫ অক্টোবর) দুপুরে হঠাৎ করেই বৃষ্টি নামে। টানা ৪০ মিনিটের ভারী বর্ষণে এ অবস্থার সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টিতে প্রশাসনিক ব্লক ও বহির্বিভাগের মূল ফটকের সামনের সড়কে পানি জমে গেছে। বৃষ্টির সময় দমকা হওয়ায় জরুরি বিভাগ সংলগ্ন একটি বিশাল কৃষ্ণচূড়া গাছের ডাল ভেঙে পড়ে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, পানি জলাবদ্ধতার ফলে ভিতরে থাকা ও বাইরে থেকে আসা রোগীদের মধ্যে কিছুটা আতঙ্কও দেখা দিয়েছে। অনেককে আবার পানি পেরিয়ে জরুরি বিভাগের ভিতরে ঢুকতে হচ্ছে। ফলে পোহাতে হচ্ছে ভোগান্তি।

জরুরি বিভাগের মেডিকেল অফিসার ড. মশিউর রহমান বিষয়টি ঢামেক কর্তৃপক্ষকে জানালে দ্রুত লোক পাঠিয়ে পানি সরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এজেডএস/জেডএফ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।