ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় পরিবারের ৪ জনকে অজ্ঞান করে লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
কুষ্টিয়ায় পরিবারের ৪ জনকে অজ্ঞান করে লুট

কুষ্টিয়া: কুষ্টিয়ায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ বাড়ির চারজনকে অজ্ঞান করে লুটপাট করেছে গৃহকর্মী।

রোববার রাতে কুমারখালীর কয়া’র খলিশাদহ গ্রামে এ ঘটনা ঘটে।

অন্তঃসত্ত্বা ওই নারীসহ অচেতন চারজন কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন।

এলাকাবাসী জানান, সকালে খলিশাদহ গ্রামের গৃহকর্তা শহিদুল হকের বাড়িতে ডাকাডাকি করে কোনো সাড়া পাওয়া না গেলে বাড়ির ভেতরে ঢুকে চার সদস্যকেই অচেতন অবস্থায় পাওয়া যায়। গৃহকর্তা শহিদুল ছাড়াও অজ্ঞান অবস্থায় তার স্ত্রী রুবী আক্তার (৬০), অন্তঃসত্ত্বা মেয়ে সীমু আক্তার (৩২) ও সাবিনা খাতুনকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে কুষ্টিয়া সদর সার্কেল’র সহকারী পুলিশ সুপার মাহবুব-উজ জামান বাংলানিউজে জানান, রাতে খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে তাদের অজ্ঞান করে গৃহকর্মী সীমা নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
পিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।