ঢাকা: খিলক্ষেতে ২১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১। আটকেরা হলেন-রতন মিয়া ও হাসিবুর রহমান ভূঁইয়া।
সোমবার (০৫ অক্টোবর) দুপুরে র্যাব-১’র অপারেশন সিনিয়র অফিসার (এএসপি) আকরমুল হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (০৪ অক্টোবর) রাতে খিলক্ষেতের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এনএইচএফ/জেডএফ/টিআই