ঢাকা: সোমবার মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে জলে সয়লাব হয়ে পড়ে বাংলাদেশের প্রশাসনিক কর্মযজ্ঞের কেন্দ্রস্থল সচিবালয়। সচিবালয়ের অভ্যন্তরের প্রধান রাস্তাসহ ভেতরের রাস্তাগুলোতে বৃষ্টির জল জমে যায় হাঁটু পর্যন্ত।
রাস্তায় জল জমে থাকায় মন্ত্রী আমলাদের গাড়িগুলো যেন চলছে সাঁতরে সাঁতরে। শুধু সচিবালয়ের প্রধান রাস্তাতেই নয়, ছয় নম্বর ভবনের সামনের রাস্তা ও গাড়ি রাখার স্থানও ডুবে রয়েছে।
ভ্যাঁপসা গরমে গত কয়েক দিন ধরেই নগরবাসীর নাভিঃশ্বাস। এর মধ্যে স্বস্তি ছড়িয়ে সোমবার দুপুর বারোটার দিকে শুরু হয় অঝোর ধারায় বৃষ্টি। সঙ্গে বইছিলো খানিকটা ঝড়ো হাওয়া। তবে তীব্র গরমের পর এই ঝড়ো হাওয়া মানুষকে দেয় স্বস্তির শীতল পরশ।
অবশ্য বৃষ্টি শেষ হলে সচিবালয়ে শুরু হয় ভোগান্তি। এক ভবন থেকে আরেক ভবনে যেতে বিকল্প রাস্তা হিসেবে সবাই বেছে নেন ভবনের ভেতর দিয়ে যাতায়াতের রাস্তা।
বৃষ্টি শেষ হওয়ার আধা ঘণ্টা পরেও পানি নামতে না পারায় রাস্তা এবং পার্কিং শেডগুলোতে পানি জমে থাকে। ফলে জরুরি প্রয়োজনে সচিবালয় থেকে বের হতে গাড়ি পর্যন্ত পৌঁছাতে ভোগান্তিতে পড়েন অনেক কর্মকর্তাই।
তথ্য মন্ত্রণালয়ের পেছনে গণমাধ্যম কেন্দ্রের রাস্তাও পুরোটা ডুবে রয়েছে রয়েছে বৃষ্টির পানিতে। সাংবাদিকদের যেতে হচ্ছে জুতা খুলে অথবা কার বা মোটরসাইকেলের সহায়তায়। এছাড়া সচিবালয়ের অন্যান্য নিচু জায়গাতেও জমে রয়েছে বৃষ্টির পানি।
শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা পৌনে দুইটার দিকেও সরে যায়নি জমে থাকা বৃষ্টির পানি।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
এসএমএ/আরআই