ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবাসহ ডিবি পুলিশ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
বরিশালে ইয়াবাসহ ডিবি পুলিশ সদস্য আটক ছবি: প্রতীকী

বরিশাল: বরিশাল নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এক সদস্যসহ দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) গভীর রাতে নগরীর চকবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।



আটকরা হলেন, ডিবি পুলিশের কনস্টেবল মো. সুমন ও স্টেডিয়াম কলোনি এলাকার মাদক ব্যবসায়ী আলতাফ হোসেন ওরফে আনোয়ার।

সুমনের কাছ থেকে ৪৬ পিস ও আনোয়ারের কাছ থেকে চার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় সোমবার সকালে কোতোয়ালি মডেল থানায় উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। মামলায় আটক দুইজনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।