সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ছাদ থেকে নদীতে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিখোঁজ রয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের উপজেলার ঘাটিনা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বাংলানিউজকে জানান, সকাল ১০টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনটি ফুলজোড় নদীর উপরের ঘাটিনা ব্রিজ অতিক্রম করছিল। এ সময় ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞাতপরিচয় এক যুবক ট্রেনের ছাদ নদীতে পড়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে উদ্ধার অভিযান চালালেও দুপুর দেড়টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরএ