সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় ৩১৫ পিস ইয়াবাসহ বিউটি বেগম (২৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রোববার (০৪ অক্টোবর) দিনগত গভীর রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল বাগীচাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মো. হাসিবুল আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে ওই এলাকার এরশাদ সরকারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ এক লাখ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে বিউটিকে আটক করা হয়। তবে এ সময় তার স্বামী মাদক ব্যবসায়ী এরশাদ সরকার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটক বিউটি ও তার স্বামী এরশাদ দীর্ঘদিন ধরে হাটিকুমরুল ও এর আশপাশে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরএ