হবিগঞ্জ: হবিগঞ্জে রুবিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার(৫ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার মেরাসানি (নোয়াগাঁও) গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা যান, সকালে মেরাসানি (নোয়াগাঁও) গ্রামের আজিজুল হকের পাশের বাড়ির একটি ঘরের আঁড়ার সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় রুবিনার মৃতদেহ ঝুলতে দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আগে বিস্তারিত বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
পিসি