ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্তে বাড়তি সতর্কতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
বেনাপোল  ইমিগ্রেশন ও সীমান্তে বাড়তি সতর্কতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): ঢাকা ও রংপুরে দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বিদেশি নাগরিকদের চলাচলে বাড়তি সতর্কতা জারি করেছে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

এছাড়া সন্ত্রাসী ও অপরাধীরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারেন, এজন্য বেনাপোল সীমান্ত এলাকায়   সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।



সোমবার (৫ অক্টোবর) দুপুরে ইমিগ্রেশন অফিস ও সীমান্ত এলাকা ঘুরে এ ধরনের সতর্কতা চোখে পড়ে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, সম্প্রতি দুইজন বিদেশি নাগরিক হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে বাড়তি এ সতর্কতা বজায় রাখতে সরকারিভাবে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, যে বিদেশি নাগরিকরা বেনাপোল চেকপোস্ট হয়ে বাংলাদেশে আসছেন তাদের অবস্থানের ঠিকানা নির্ভুলভাবে লিপিবদ্ধ করে সঙ্গে সঙ্গেই এসএমসের মাধ্যমে ইমিগ্রেশনে পাঠাতে হবে।

এছাড়া যারা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন তাদের পাসপোর্ট সম্পূর্ণ যাচাই করে দেশত্যাগের অনুমতি দিতে হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মমিন উদ্দিন বাংলানিউজকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ সতর্কতা বজায় থাকবে।

এদিকে, বেনাপোল ইমিগ্রেশনের পাশাপাশি সীমান্তে বিজিবি সদস্যরা বাড়তি সতর্ক অবস্থায় রয়েছেন।

যশোর ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, সীমান্ত পথে যাতে অপরাধীরা ভারতে পালিয়ে যেতে না পারেন, সে জন্য তারা সার্বক্ষণিক সতর্ক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।