ঢাকা: মেডিকেলের বিভিন্ন ডিসিপ্লিনে স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নের সুযোগ রেখে ‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০১৫’ এবং ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০১৫’র খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (০৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইন দু’টির অনুমোদন দেওয়া হয়।
ভেটিং সাপেক্ষে এই খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে গত ২৩ মার্চ মন্ত্রিসভায় আইন দু’টি উপস্থাপন করা হয়েছিল বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিসভা কিছু অনুশাসন দিয়ে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়গুলো রিভাইজ করে আইন মন্ত্রণালয়ের ভেটিং নিয়ে পুনরায় মন্ত্রিসভায় উপস্থাপন করে।
‘বিশ্ববিদ্যালয় হবে আলাদা প্রতিষ্ঠান, তার সঙ্গে অধিভুক্ত (Affiliate) হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও ওই অঞ্চলের অন্যান্য মেডিকেল কলেজ’- জানান মন্ত্রিপরিষদ সচিব।
মেডিকেলের বিভিন্ন ডিসিপ্লিনে সাধারণভাবে স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান হবে, তবে নার্সিয়ের বিষয়ে স্নাতক কোর্স থাকবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজগুলো মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতায় যাবে। একইভাবে রাজশাহী মেডিকেল কলেজও প্রতিষ্ঠিত হবে।
রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত মেডিকেল কলেজগুলো মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসবে। দু’টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও রাজশাহী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ থাকবে বলে জানান, সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।
এর আগে, দুই মেডিকেল কলেজকে আপগ্রেট করে বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু মন্ত্রিসভা জানায়, চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজ থাকবে এবং অতিরিক্ত হিসাবে দু’টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এমআইএইচ/এসকেএস/এসকে/আইএ