বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত এম.এইচ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচিতে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী শিবগঞ্জ থানা এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় কলেজের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী মোজাফফর হোসেন অধ্যক্ষ আব্দুল মান্নান, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, শিক্ষক নজরুল ইসলাম, চালকল মালিক সমিতির সভাপতি আমিনুল হক দুদু, অভিভাবক সদস্য খাঁজা মিয়া, বিএনপি থানা কমিটির সদস্য সচিব এসএম তাজুল ইসলাম, ছাত্রনেতা রিজ্জাকুল ইসলাম রাজু প্রমুখ বক্তব্য রাখেন।
শেষে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এমবিএইচ/আরআই