ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

তিনদিনের সফরে খুলনা যাচ্ছেন ডেপুটি স্পিকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
তিনদিনের সফরে খুলনা যাচ্ছেন ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া

ঢাকা: তিনদিনের সফরে ৯ অক্টোবর (শুক্রবার) খুলনা ও সাতক্ষীরা যাচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া।

সোমবার (০৫ ‍অক্টোবর) সংসদ সচিবালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।



সূত্র বলছে, ডেপুটি স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদ সদস্য (এমপি) ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা থাকছেন।

সফরকালে খুলনার পাইকগাছা উপজেলার মামুদকাটী গ্রামে অনির্বাণ লাইব্রেরির রজত জয়ন্তী অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৯ অক্টোবর বেলা তিনটায় মামুদকাটী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনির্বাণ লাইব্রেরির ২৫বছর পূর্তিতে অনুষ্ঠানে যোগ দেবেন ডেপুটি স্পিকার।

পরদিন ১০ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছা আইনজীবী সমিতি মিলনায়তনে পরিবেশ বিষয়ক সার্ক মিডিয়া অ্যাওয়ার্ড বিজয়ী সাংবাদিক নিখিল ভদ্রের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

ওইদিন বেলা ৩টায় সাতক্ষীরার তালা উপজেলার খেশরা গ্রামে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সাহিত্য সংসদের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

এছাড়া স্থানীয় আওয়ামী লীগের কর্মীসভায় যোগদান এবং বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের রাড়ি ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবন পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, মূলত অনির্বাণ লাইব্রেরির রজত জয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে এই কর্মসূচি নিয়েছেন ডেপুটি স্পিকার।

সূত্র জানায়,  খুলনার ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা, খুলনা-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. নূরুল হক, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কবি কাজী রোজী, খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র উপস্থিত থাকবেন।

এছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী, লেখক-সাহিত্যিক তৌহিদুর রহমান, ভাওয়াইয়া শিল্পী শফিউল আলম রাজা, অভিনেত্রী সুমনা সোমা ও সাংবাদিক নিখিল ভদ্র প্রমুখ এসব কর্মসূচিতে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।