চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে নাসির উদ্দিন (৩৫) নামে এক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (৫ অক্টোবর) সকালে ভারতের নীমতীতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
নাসির উদ্দিন উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মাহমুদুল হকের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, সোমবার সকালে রঘুনাথপুর সীমান্তে পদ্মা নদীতে জাল নিয়ে মাছ ধরার সময় নদীতে ভাসতে ভাসতে ভারতীয় সীমান্ত এলাকায় পৌঁছলে মাছ ধরার জালসহ নাসিরকে ধরে নিয়ে যায় ভারতের নীমতীতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা। এ সময় অন্যরা এসে বিজিবি ক্যাম্পে খবর দেয়।
৯ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বিকেল ৫টায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরএ