বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের সাইদুল ইসলাম (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৫ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহানের ভ্রাম্যমাণ আদালত তাকে এ সাজার নির্দেশ দেন।
শেরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পুতুল মোহন্ত বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্ত সাইদুল একই গ্রামের মৃত হজরত আলীর ছেলে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এমবিএইচ/টিআই