ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

আইএস সন্দেহে আটক

ছয়জনের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
ছয়জনের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ময়মনসিংহ : জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নাম ব্যবহার করে প্রচারণা ও কার্যক্রম চালানোর অভিযোগে আটক ছয়জনের ১০ দিনের রিমান্ড চেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (০৫ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে তাদের ময়মনসিংহের ৪ নম্বর আমলি আদালতে হাজির করা হয়।



পরে ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর কাছে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এমনটি জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী।

আসামিরা হলেন- আব্দুর রশিদ, হায়দার আলী (৩৮), হেলাল উদ্দিন (২০), জুনাঈদ (২৬), মাসুদ মিয়া (২২) ও মজিবুর রহমান (২০)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১২) এর ৬/৭/৮/৯/১১/১৪ ধারায় দায়ের করা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে এ ছয়জনকে আদালতে পাঠিয়ে তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

এর আগে পরে আটক মোল্লা ফয়সাল, মিজানুর ও বদিউল হাসানের বিরুদ্ধে শনিবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে তাদের বিরুদ্ধে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।