নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় গাঁজা সেবনের দায়ে পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ফরহাদ আহমেদ এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বাগাতিপাড়া উপজেলার বিহারকোল এলাকার জহুরুল ইসলাম, বাচ্চু মিয়া, লালন হোসেন ও লিয়াকত আলী এবং তমালতলার দুলাল হোসেন।
তাদের মধ্যে জহুরুল, বাচ্চু, লালন ও লিয়াকতকে এক বছর করে এবং দুলালকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ জানায়, সোমবার বিকেলে বাগাতিপাড়ার ইউএনও খন্দকার ফরহাদ আহমেদ উপজেলার বিহারকোল ও তমালতলা এলাকায় অভিযান চালান। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় জহুরুল, বাচ্চু, লালন ও লিয়াকতকে আটক করা হয়। এছাড়া, তমালতলা থেকে দুলালকে আটক করা হয়।
পরে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজনকে এক বছর করে ও একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
এমজেড