ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কমলনগরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
কমলনগরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরের পানিতে ডুবে ফরহাদ হোসেন (৫) ও জামেলা আক্তার ইতি (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাঙ্গালীয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।



স্থানীয় গ্রাম পুলিশ মো. ইসমাইল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফরহাদ চর জাঙ্গালীয়া গ্রামের মো. সবুজের ছেলে এবং ইতি একই গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। তারা ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক শিশু গণ শিক্ষা মিজিপাড়া কেন্দ্রের শিক্ষার্থী।

গণ শিক্ষা কেন্দ্রের শিক্ষক মো. ওমর ফারুক জানান, দুপুরে সবার অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুর পড়ে যায় তারা দু’জন। অনেকক্ষণ তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে ওই পুকুর থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।