লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে তৈলক্ষ্য নাথ রায় (২৬) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন আলম এ আদেশ দেন।
বখাটে তৈলক্ষ্য নাথ রায় কালীগঞ্জ উপজেলার সুন্দ্রহবী ঘ্যানটারি গ্রামের দীজেন্দ্র নাথ রায়ের ছেলে।
কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জমান বাংলানিউজকে জানান, স্কুলে আসার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করতেন বখাটে ওই যুবক। তাকে অনেক বার নিষেধ করা হলেও থেমে থাকেন নি।
সোমবার সকালে স্কুলে আসার পথে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করলে তার চিৎকারে স্থানীয়রা বখাটে তৈলক্ষ্যকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সাজ্জাতুল ইসলাম সাজ্জাত বাংলানিউজকে জানান, বখাটে যুবককে লালমনিরহাট কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
এমজেড