ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা গ্রামে রাজিয়া (৪২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিন সন্তানের মা রাজিয়া ওই গ্রামের কোরিয়া মোহাম্মদের স্ত্রী।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে হরিপুর থানা পুলিশ বাড়ির পেছনে একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বাংলানিউজকে জানান, এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাজিয়া মানসিক রোগী ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
আরএম