ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কলেজের সভাপতিত্ব হারালেন এমপি হান্নান-লিটন

গাজীপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
কলেজের সভাপতিত্ব হারালেন এমপি হান্নান-লিটন এম এ হান্নান ও মঞ্জুরুল ইসলাম লিটন

গাজীপুর: মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য (এমপি) এম এ হান্নান ও শিশুকে গুলি করে আহত করার ঘটনায় গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কলেজের সভাপতি পদ থেকে প্রত্যাহার করেছে।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিধির ৬ নম্বর ধারা মোতাবেক ময়মনসিংহের ত্রিশালের নজরুল কলেজের গভর্নিংবডির সভাপতি পদ থেকে জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নানকে এবং গাইবান্ধার ধুবনী কঞ্চিবাড়ী কলেজ, সুন্দরগঞ্জ মহিলা কলেজ ও সুন্দরগঞ্জ ডি ডব্লিউ কলেজের গভর্নিংবডির সভাপতির পদ থেকে মঞ্জুরুল ইসলাম লিটন এমপিকে প্রত্যাহার করে নিয়েছেন উপাচার্য।

এ সংক্রান্ত সিদ্ধান্তের কপি সংশ্লিষ্ট কলেজে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।