ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বস্তিতে সন্ত্রাসীদের ভাঙচুর, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
ময়মনসিংহে বস্তিতে সন্ত্রাসীদের ভাঙচুর, আহত ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের থানাঘাট ব্রহ্মপুত্র বাস্তুহারা বস্তিতে হামলা চালিয়ে প্রায় অর্ধ-শতাধিক বাড়িঘর, দোকানপাট ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।

সোমবার (০৫ অক্টোবর) দুপুরে শহরের কালিবাড়ী পুরাতন গুদারাঘাট এলাকার সন্ত্রাসী রাজিবের নেতৃত্বে এ তাণ্ডব চালানো হয়।



সন্ত্রাসীদের হামলায় আহত রুবেল (২৭) ও আলাল (৩৫) নামে দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছর শহরের থানাঘাট ব্রহ্মপুত্র বাস্তুহারা বস্তির আলামিন নামে একজনকে কুপিয়ে আহত করে রাজিবের লোকজন।

পরে আলামিনের ভাই আলাল বাদী হয়ে স্থানীয় কোতয়ালি মডেল থানায় একটি মামলা করেন। রোববার এ মামলায় রাজিবের অনুসারী কয়েকজনের জামিন বাতিল হয়ে কারাগারে যেতে হয়। এতে ক্ষুব্ধ হয় সোমবার দুপুরে ওই বস্তিতে এ হামলা চালান রাজিব ও তার লোকজন।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘থানায় এখনও কোনো অভিযোগ আসেনি। দু’পক্ষের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে চেয়ার-টেবিল ভাঙচুর অবস্থায় পাওয়া গেছে।

‘এছাড়া কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। রাজিবকে গ্রেফতারের চেষ্টা চলছে,’ বলেন তিনি।  

এ ঘটনায় রাজিবসহ ৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ করেছেন শহরের ব্রহ্মপুত্র বাস্তুহারা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শহীদুল ইসলাম শহীদ।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।