ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বিদেশি নাগরিকদের পর্যাপ্ত নিরাপত্তা দেবে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
বিদেশি নাগরিকদের পর্যাপ্ত নিরাপত্তা দেবে সরকার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ঢাকা: মেট্রোরেলসহ যোগাযোগখাতের অন্যান্য প্রকল্পে নিয়োজিত বিদেশি প্রতিনিধিদের সরকার পর্যাপ্ত নিরাপত্তা দেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
সোমবার (০৫ অক্টোবর) বিকেলে নগর ভবনে মেট্রোরেল প্রকল্পে কর্মরত কনসালট্যান্ট, প্রকৌশলী, টেকিনিশিয়ান ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ আশ্বাস দেন।


 
ঢাকায় ইতালীয় ও রংপুরে জাপানি নাগরিক খুনের প্রসঙ্গ তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা শহরে বিদেশি নাগরিকদের জন্য নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী খুবই সতর্ক রয়েছে, কর্মরত বিদেশিদের নিরাপত্তার জন্য বিশেষভাবে নজর দেওয়ার নির্দেশ রয়েছে। দুটি ঘটনা ঘটেছে, এরপর যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।
 
‘বিশেষ করে দুটি মেগা প্রকল্পে কনসালট্যান্ট-কন্ট্রাকটর-এক্সপার্টরা আছেন, তাদের নিরাপত্তা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ তারা যদি নিরাপত্তাহীন বোধ করে তাহলে কাজ করতে পারবেন না। বিভিন্ন দেশের কনসালট্যান্টদের সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করছি, মেট্রোরেল বাস্তবায়নে নিরাপত্তার কোনো সমস্যা নেই, সমস্যা সৃষ্টি হওয়ারও কোনো কারণ দেখছি না, কোনো প্রকার আশঙ্কাও প্রকাশ করছি না। ’
 
মেট্রোরেল প্রকল্পে বিভিন্ন দেশের ৫৫ জন বিদেশি কাজ করছেন বলেও জানায় মন্ত্রণালয়।
 
প্রকল্পে কর্মরত বিদেশি প্রতিনিধিদের নিরাপত্তা দেওয়ার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের বাসা, কাজের জায়গা এবং কোথাও যেতে চাইলে যথাযথ নিরাপত্তা দেওয়া হবে।
 
তিনি বলেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ভারত, কোরিয়া, জাপানের জাইকার কনসালট্যান্ট আন্তরিকভাবে কাজ করছেন। তাদের মধ্যে কয়েকজন নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। রোববার পদ্মাসেতু প্রকল্প এলাকায় চীন ও কোরিয়ার কনসালট্যান্টদের সঙ্গে দীর্ঘ বৈঠক করা হয়। তাদের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই।
 
সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫/আপডেট: ১৭৩৪ ঘণ্টা
এমআইএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।