গাজীপুর: গাজীপুরে জয়দেবপুর থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৫ অক্টোবর) দুপুরে জয়দেবপুর থানা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পিপিএম।
অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভেকেট ওয়াজ উদ্দিন মিয়া, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, সিনিয়র সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর হোসনে আরা জুলি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদকের সঙ্গে যদি কোনো পুলিশের সদস্যও জড়িত থাকেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সন্ত্রাস ও নাশকতার সঙ্গে যারাই জড়িত থাকবে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আইএ