বরিশাল: বরিশাল নগরীর প্রবেশমুখে সিটি টোলে বাড়তি টাকা আদায়ের অভিযোগে সিটি করপোরেশন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে মিনি পিকআপ চালক-শ্রমিকরা।
এ সময় বরিশাল সিটি করপোরেশনের সামনের সড়কে এলোপাথাড়ি মিনি-পিকআপ রেখে সড়ক আটকে দেওয়া হয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
বিক্ষোভ চলাকালে ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। পরে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বাড়তি টোল আদায় বন্ধে মিনি পিকআপ চালক শ্রমিকদের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় তারা।
চালকরা জানান, বরিশাল নগরীর রূপাতলীতে সিটি টোল গেটে আগে নির্ধারিত টোল ছিলো ৩০ ও ৫০ টাকা। প্রতিদিন একটি গাড়ির ক্ষেত্রে এ টোল শহরের ভেতরে প্রবেশ বা বাহির হতে একবার রাখা হতো। কিন্তু সম্প্রতি এ টোলে বাড়তি টাকা আদায় করা হচ্ছে। এছাড়া, শহরের বাহিরে ও ভেতরে প্রবেশ করাসহ টোলগেটে গেলেই নতুন করে টোল দিতে হচ্ছে।
এতে চালক ও মালিকদের বাড়তি টাকা গচ্ছা দিতে হচ্ছে। এর প্রতিবাদ করতে গেলে চালকদের ওপর হামলা-মারধরের ঘটনাও ঘটছে। এর প্রতিকার চেয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।
শ্রমিক ইউনিয়নের নেতা মাসুম খান জানান, সম্প্রতি কিছুদিন ধরে নগরীর বিভিন্ন টোলে বাড়তি টাকা ও নিয়ম বহির্ভূতভাবে টোল আদায় করা হচ্ছে। আর রুপাতলী শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতুর ঢালে সিটি করপোরেশনের টোল ঘরে সমস্যাটি আরো প্রকট। এখানে বাড়তি টোলের প্রতিবাদ করতে গেলে চালক শ্রমিকরা মারধরেরও শিকার হন।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার জানান, ছোট-পিকআপ এর চালকরা তার কাছে এসে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিক বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন।
তিনি জানান, পূর্বের মেয়রের সময়ের নির্ধারিত সিটি টোল বহাল রয়েছে তা যেমন বাড়ানো হয়নি, তেমনি নিয়মেও কোনো পরিবর্তন করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
এমজেড