বরগুনা: বেতন বৈষম্যের অভিযোগ এনে সরকারি নতুন স্কেলে বেতনের দাবিতে বরগুনায় মানববন্ধন করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)।
সোমবার (০৫ অক্টোবর) দুপুরে বরগুনা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে পাঁচদফা দাবি তুলে ধরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন ফারিয়া’র সদস্যরা।
দাবিগুলোর মধ্যে রয়েছে-সরকার প্রবর্তিত নতুন বেতন স্কেলে রিপ্রেজেন্টেটিভদের সমপরিমাণ বেতন নির্ধারণ, বর্তমান বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে যাতায়াত ভাতা দেওয়া, চাকরির নিরাপত্তা দান, ফারিয়াকে সরকারের অনুমোদন ও সাপ্তাহিক ছুটিসহ সব ধরনের সরকারি ছুটির সুবিধা প্রদান।
মানববন্ধনে বক্তব্য রাখেন-ফার্মসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) বরগুনা জেলা শাখার সভাপতি মো. মহসিন খান, সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
টিআই