রাজশাহী: রাজশাহী মহানগরের তালাইমারী এলাকার একটি গ্যারেজ থেকে এক হাজার ৮০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (০৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) সুশান্ত চন্দ্র রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার তালাইমারী এলাকায় ভোরে মনিরের ট্রাক গ্যারেজে অভিযান চালানো হয়।
এ সময় ওই গ্যারেজে পার্কিং করা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ড-১৪-৪৯৪৬) পাটাতনের নীচ থেকে এক হাজার ৮০০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। এসব ফেনসিডিলের বর্তমান বাজারমূল্য প্রায় ৯লাখ টাকা।
তবে ট্রাকের চালক, মালিক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি বলে জানান তিনি।
সহকারী কমিশনার (এসি) সুশান্ত চন্দ্র রায় বলেন, এ ঘটনায় গ্যারেজ মালিক মনির পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসএস/এমএ