ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে অগ্নিদগ্ধ লিজার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
ঠাকুরগাঁওয়ে অগ্নিদগ্ধ লিজার মৃত্যু

ঠাকুরগাঁও: পাঁচ দিন লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন অগ্নিদগ্ধ লিজা।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

 

লিজা ঠাকুরগাঁও রোড ইসলামনগর উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্রী ও সদর উপজেলার আকচা মুন্সিপাড়ার দর্শন আলীর মেয়ে।

জানা গেছে, প্রেমিকের বিয়ে হয়ে যাওয়ায় গত বৃহস্পতিবার (১ অক্টোরব) দুপুরে নিজ বাড়িতে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় লিজা। পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এরপর উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ওই দিন সন্ধ্যায় তাকে রংপুর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। কিন্তু অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে লিজাকে ঠাকুরগাঁওয়ে ফেরত আনেন স্বজনরা। রোববার (৪ অক্টোবর) রাতে তাকে আবারও ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে সেখানে তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।